ঢাকাFriday , 20 May 2022

টানা ৩০ দিন ধরে করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত বেড়েছে

Zero News
May 20, 2022 6:18 pm
Link Copied!

দেশে আজও করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ৩০ দিন ধরে করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত থাকল।

তবে এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৩১৩টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।