ঢাকাFriday , 20 May 2022

আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলেন পরীমণি

Zero News
May 20, 2022 8:01 pm
Link Copied!

প্রয়াত লেখক, সাংবাদিক, গীতিকার আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (১৯ মে) ফেসবুকে পোস্ট দিয়ে স্মরণ করেন তিনি। 

গত বছর পরীমণিকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন গাফফার চৌধুরী। তাকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি।

তাকে নিয়ে লেখা ‘পরীমণি, তুমি কেঁদো না’ শিরোনামে কবিতাটি ফেইসবুকে পোস্ট করে এ চিত্রনায়িকা লিখেছেন, ‘আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর…!’

অক্টোবরের দিকে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সাময়িকীতে পরীমণিকে নিয়ে কবিতাটি লিখেছিলেন গাফফার চৌধুরী। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত হয়েছিল।

এর আগে বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্‌ফার চৌধুরী স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।