ঢাকাSaturday , 21 May 2022

মাদক ও চোরাচালানকারিকে কোন ছাড় দেওয়া হবে না- পুলিশ সুপার আবিদা সুলতানা

Zero News
May 21, 2022 12:40 pm
Link Copied!

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ

মাদকের ভয়াবহ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং মাদক ও চোরাচালান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯ মে ২০২২  তারিখে লালমনিরহাট কালীগঞ্জ থানা  কর্তৃক আয়োজিত চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেলে  মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানা অফিসার ইনচার্জ গোলাম রসূনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা।

তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন- মাদক ও চোরাচালান কোনো ব্যবসা মনে করা যাবে না। এটি একটি অপরাধ। মাদক ও চোরাচালানকারি সে যত বড় ক্ষমতাবান হোক না তাকে কোন ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনার আমার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করতে সবাইকে এর ভয়াবহতায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে  যেতে হবে।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত মাদক ও চোরাচালান এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে লালমনিরহাট জেলা পুলিশ ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক অতিরিক্ত পুলিশ সুপার, আগত সুধীজন, জনপ্রতিনিধি, এলাকাবাসী।