ঢাকাSaturday , 21 May 2022

এবার হাজিদের সেবায় সৌদি যাবেন ৫৩২ কর্তা

Zero News
May 21, 2022 10:50 pm
Link Copied!

এ বছর হাজিদের সেবায় সৌদি যাবেন ৫৩২ সরকারি কর্মকর্তা। এদের মধ্যে রয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, চিকিৎসক থেকে শুরু করে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা। প্রতি বছরই হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সৌদি আরবে পাঠানো হয়ে থাকে।

এ বছর সাড়ে ৫৭ হাজার জন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার মুসল্লি। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন বাকিরা।

৫৩২ সরকারি কর্মকর্তার সৌদি যাওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। একটি হলো প্রতিনিধি দল। ১০ জনের এই দলে মন্ত্রী বা সচিবরা থাকতে পারেন। আমাদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা অন্য সদস্যরাও থাকতে পারেন। তারপর ৪০ জনের একটি প্রশাসনিক টিম আছে। এই টিমে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব বা উপসচিবরা থাকেন। এ রকম প্রত্যেক সেক্টরেই কোটাভিত্তিক ভাগ করা আছে। যেমন ডাক্তার থাকেন, নার্স থাকেন। সবারই একটি কোটা থাকে। এখানে সবই কোটাভিত্তিক ভাগ করা আছে। সব মিলিয়ে ৫৩২ জন যাবেন।