ঢাকাWednesday , 25 May 2022

পদ্মা সেতু নিয়ে টিকটক করে অপপ্রচার; কারাগারে যুবক

Zero News
May 25, 2022 12:32 pm
Link Copied!

শরীয়তপুরে পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও বানানোর পর অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) তার বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, গ্রেফতারকৃত ওই ছেলের নাম হেলাল উদ্দিন ঢালী (২৩)। তিনি জাজিরা উপজেলার বিকেনগর পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে।

এর আগে সোমবার বিকালে সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সেনাসদস্যরা পশ্চিম নাওডোবা এলাকা থেকে তাকে আটক করেছিল। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের স্থানীয় শ্রমিক। এসব তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ডিউটি অফিসার এএসআই জালাল উদ্দিন বলেন, পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও বানিয়ে অপপ্রচারের অভিযোগে হেলালকে আটক করেছিল সেনাবাহিনী। মঙ্গলবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন হেলাল। সেতুর নিরাপত্তায় নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সেনাসদস্যরা সোমবার বিকালে পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান সেতুর ৪২ নন্বর পিলারের কাছে টিকটক ভিডিও বানাচ্ছেন হেলাল। তখন তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় এসআই জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও করে অপপ্রচার চালিয়ে আসছিল হেলাল। সেতুর অপপ্রচার নিয়ে তার মোবাইলে বিভিন্ন ভিডিও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে অপপ্রচারের কথা স্বীকার করায় মামলা করা হয়েছে।