ঢাকাThursday , 26 May 2022

হজের খরচ বাড়লো ৫৯ হাজার টাকা

Zero News
May 26, 2022 4:09 pm
Link Copied!

বাংলাদেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের খরচ আরও ৫৯ হাজার টাকা বেড়েছে। সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের হজ যাত্রীদের জন্য এ খরচ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মসে) দুপুরে সচিবালয়ে হজ প্যাকেজ নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

এই ঘোষণায় প্রথম প্যাকেজের ব্যয় বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর দ্বিতীয় প্যাকেজের জন্য দিতে হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। বাড়তি ৫৯ হাজার টাকা হাজীদেরকে ৩০ মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এজন্য তফসিলি ব্যাংক খোলা থাকবে শুক্র এবং শনিবার।

ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এই খরচ বেড়েছে। বলেন, বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কীভাবে সেখানে খরচ করে সেটির ওপর। তাই হজের খরচের সর্বোচ্চ হিসেব নির্দিষ্ট নয়।