ঢাকাSunday , 29 May 2022

দুই বছর পর কলকাতার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস

Zero News
May 29, 2022 12:42 pm
Link Copied!

দুই বছরের বেশি সময় পর ঢাকা-কলকাতা ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে রোববার (২৯ মে) সকাল সোয়া ৮টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস।

ট্রেনটিতে মোট আসন রয়েছে ৪৫৬টি। ১৭০টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে বিদেশি (ভারত) যাত্রী ১৬ জন। একজন ইন্দোনেশিয়ার।

জানা গেছে, ট্রেনটি বিকেল ৪টায় কলকাতা স্টেশনে পৌঁছাবে। এরপর সোমবার (৩০ মে) আবার কলকাতা থেকে যাত্রী নিয়ে ঢাকা আসবে।

উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়।