ঢাকাTuesday , 7 June 2022

শরণখোলায় ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার,বনে অবমুক্ত

Zero News
June 7, 2022 8:04 pm
Link Copied!

মোঃ নাজমুল ইসলাম সবুজ,শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ীর মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করেন বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা। পরে সুন্দরবন পূর্বি বন বিভাগের ধানসাগর ষ্টেশন সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মো. আবদুস সবুর বলেন, হায়দার আলীর বাড়ির মুরগির খোপে একটি অজগর হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষী ভিটিআরটি ও সিপিজি সদস্যরা অজগরটি উদ্ধার করে। পরবর্তীতে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা, ওজন ২০ কেজি।