ঢাকাWednesday , 8 June 2022

নীলফামারীতে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে করণীয় সেমিনার অনুষ্ঠিত

Zero News
June 8, 2022 4:23 pm
Link Copied!

সাইফুল ইসলাম মানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে শহর সমাজসেবার আয়োজনে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে করণীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ই জুন) দিনব্যাপী  নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আধুনিকায়ন, ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের সময় উপস্থিতের মাঝে উক্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম৷

বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবার সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, নীলফামারী সদর থানার ইনচার্জ অফিসার আব্দুর রউফ, জেলা প্রবেশন অফিসার মোঃ ফরহাদ হোসেন, নীলফামারী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিল, এনজিও প্রতিনিধি, সমাজসেবার কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনা করেন নীলফামারী শহর সমাজসেবা অফিসার  হৃদয় হোসেন।

নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম  বলেন, ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার করতে হবে। কেন ঋনের টাকা ফিরত দিচ্ছে না? এ বিষয়ে সকলকে কাজ করতে হবে। খুঁজে বের করতে হবে কেন ঋণের টাকা ফিরত দিচ্ছে না।

নীলফামারী সদর থানার ইনচার্জ অফিসার আব্দুর রউফ বলেন, ঋনের টাকা নিয়ে লাভবান ব্যবসা করতে হবে, সে দিকে লক্ষ রাখতে হবে।

জেলা সমাজসেবার সহকারী পরিচালক নুসরাত ফাতেমা বলেন, সমাজসেবা অধিদপ্তরের অধীনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা শতভাগ ভাতা দেওয়া হয়েছে। সরকার মোবাইলে নগদের মাধ্যমে সহজেই ভাতা ভোগীদের ভাতা প্রদান করেছে, যার ফলে সহজেই ভাতা পাচ্ছে। কারো কোন ভাতার সমস্যা হলে বা কোন কারনে টাকা না পেলে সমাজসেবায় যোগাযোগ করতে হবে।

নীলফামারী শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আধুনিকায়ন, ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন।