ঢাকাThursday , 9 June 2022

শিক্ষাঙ্গনে ইভটিজিং প্রতিরোধে ইউএনও’র সতর্কমূলক অভিযান

Zero News
June 9, 2022 8:12 pm
Link Copied!

এম দলিলুর রহমান, লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল  উচ্চ বিদ্যালয় এবং বিদ্যালয় সংলগ্ন আশপাশের এলাকায়  আকস্মিক অভিযান পরিচালনা করা হয়েছে । অভিযানকালে সকল ছাত্র-ছাত্রীসহ সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করে সকলকে সচেতন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ জানান, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিং এগুলো সামাজিক ব্যাধী। এসব প্রতিরোধে আমাদের সকলের মধ্যে  জনসচেতনতা সৃষ্টি হতে হবে।কোন ছাত্র-ছাত্রীদেরকে ইভটিজিং করলে আমরা কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান পরিচালিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।