ঢাকাFriday , 17 June 2022

টানা এক সপ্তাহের ভারী বর্ষনে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট

Zero News
June 17, 2022 1:37 pm
Link Copied!

সাইফুল ইসলাম মানিক, নীলফামারী প্রতিনিধিঃ

ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী গ্রামগুলোর বাড়ীঘরে পানি প্রবেশ করেছে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র  জানায়, বৃহস্পতিবার  ভোর থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। বৃহস্পতিবার সকাল ৬টায় বিপদসীমার ৩ সেন্টিমিটার(বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি বেড়ে সকাল ৯টায় বিপদসীমা বরাবর অর্থাৎ ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়।

এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় তিস্তা ব্যারেজ এলাকায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার  পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি  ও গয়াবাড়ী ইউনিয়নের প্রায় ১৫টি চরের মানুষজনের বসত বাড়ীতে পানি উঠেছে  বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের সবক’টি জলকপাট খুলে রাখা হয়েছে।