ঢাকাWednesday , 22 June 2022

পদ্মা সেতু সংলগ্ন সড়কে ২ দিন ট্রাক চলাচল বন্ধ

Zero News
June 22, 2022 9:45 pm
Link Copied!

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দুইদিন সংশ্লিষ্ট সড়কে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৪ জুন ভোর ৬টা থেকে ২৬ জুন ভোর ৬টা পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ডভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে।

‌এ প্রেক্ষিতে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জের মাওয়াগামী কাভার্ডভ্যান এবং ট্রাকসমূহকে এই দুইদিন পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি দিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০০৯ সালে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিল করায় ২০১৩ সালে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা।