ঢাকাFriday , 24 June 2022

লালমনিরহাটে জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রিমাসিক সভা অনুষ্ঠিত

Zero News
June 24, 2022 6:16 pm
Link Copied!

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে জেলা শিশু কল্যাণ বোর্ডের লালমনিরহাটে জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রিমাসিক সভা অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২জুন) বিকেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগী সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এবং চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প ফেইজ-২ এর সহযোগিতায় এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আঃ মতিনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ আব্দুল মমিন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, জেলা সুপারিন্টেন্ডেন্ট, জেলা শিক্ষা অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন অধিদপ্তরের উপ-পরিচালকবৃন্দ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মমিন বলেন, লালমনিরহাটের পাঁচ উপজেলার শিশুদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের জন্য জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছেন।

তিনি আরও বলেন, করোনা কালীন সময়ে বাল্যবিবাহ বৃদ্ধির কারণ চিহ্নিত করে তা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সকল উপজেলা নির্বাহী অফিসারগনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।