ঢাকাSunday , 26 June 2022

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে স্বাগত জানিয়ে লোহাগাড়া থানা পুলিশের আনন্দ 

Zero News
June 26, 2022 12:02 pm
Link Copied!

এম, দলিলুর রহমান, চট্টগ্রাম-লোহাগাড়া প্রতিনিধিঃ

আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবে উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। 

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে এক বর্নাঢ্য আনন্দ  র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন শনিবার সকাল ৯ টায় আনন্দ র‌্যালীটি থানা প্রাঙ্গণ থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলা সদরের বটতলী স্টেশনস্থ এলাকায় প্রদক্ষিণ করে পুণরায় থানায় এসে শেষ করা হয়।

লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ আনন্দ র‌্যালীতে  নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সহ-সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুুহাম্মদ আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার,লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,যুগ্ম আহবায়ক আবদুল হান্নান মুুহাম্মদ ফারুক, কলাউজান ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ আবদুল ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান  মুহাম্মদ নাজিম উদ্দিন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,লোহাগাড়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহমুদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক মুুহাম্মদ হুমায়ন কবির, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুুহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, লোহাগাড়া সামাজিক ব্যাধী প্রতিরোধ ফোরামের কর্মকর্তা শিক্ষিকা স্বপ্না দেবী, মিসেস জেসমিন আকতার, নারীনেত্রী কোহিনুর আকতার, আওয়ামীলীগ নেত্রী মিসেস জেসমিন আকতারসহ  উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে একই দিনে বিকাল ৪টার সময়  উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ছাত্র লীগের  নব গঠিত কমিটি সভাপতি হামেদ হোসাইন মেহেদী সাধারণ সম্পাদক রেমি হাসান চৌধুরী ইমনের নেতৃত্বে এক বিশাল আনন্দ র‌্যালীর আয়োজন করে,  র‌্যালীটি বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ গেইট থেকে শুরু করে বাজারের উত্তরে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বাড়ির রাস্তার মাথা হয়ে আবার বাজারে প্রদক্ষিণ করে  এবং বড়হাতিয়া নব-গঠিত ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে শহীদ ফুল দেয়ার মাধ্যমে শেষ হয়, এতে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ, লিটন চৌধুরী,  নিরব বাহারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।