ঢাকাSunday , 26 June 2022

আইপিএলকে সুবিধা দিলে আমরা বঞ্চিত হব : রমিজ

Zero News
June 26, 2022 7:00 pm
Link Copied!

সদ্যই আইপিএলের সম্প্রচার সত্বে নিলামে বিশাল ঝড় তুলেছিল বিসিসিআই। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পাঁচ বছরের আইপিএল সম্প্রচারের জন্য ৫০ হাজার কোটিরও বেশি টাকা খরচ করতে হচ্ছে কোম্পানিগুলোকে। আইপিএলের এক ম্যাচ সম্প্রচারের জন্য খরচ করতে হচ্ছে ১১০ কোটি টাকারও বেশি। এর ফলে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলা হয়ে গেল আইপিএলের ম্যাচ।

এরপরই আইপিএলের দৈর্ঘ্য বাড়ানো ও আলাদা উইন্ডো চান বলে দাবি করেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেটের সব নামি-দামি ক্রিকেটারকে পাওয়ার জন্য আইপিএলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আড়াই মাসের উইন্ডোর দাবি করেন জয় শাহ। তবে আইপিএলের জন্য এমন চাওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা।

২৫ জুন পিসিবির বৈঠক শেষে আইপিএলের এমন চাওয়া নিয়ে সংবাদমাধ্যমে নিজের ক্ষোভ জানান রমিজ। তিনি গণমাধ্যমে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আইপিএলের উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি। আইসিসির কনফারেন্সে এই বিষয়ে আমি নিজের মতামত রাখব। আমার কথাটা খুবই সহজ ও স্পষ্ট। আমরা আইসিসির কাছে কড়াভাবে নিজেদের মতামত রাখব এবং সেই বদলকে চ্যালেঞ্জ জানাব।’

রমিজ রাজা মনে করছেন, আইপিএলকে যদি আড়াই মাসের আলাদা উইন্ডো দেওয়া হয় তবে ক্ষতির শিকার হবে অন্যান্য বোর্ডগুলো। তিনি আরও যোগ করেন, ‘বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছে আইসিসি। তারা যদি আড়াই মাস আইপিএলকে দেয়, তার মানে অন্য কেউ বঞ্চিত হবে। আমরা বঞ্চিত হব।’