ঢাকাTuesday , 28 June 2022

“ডিআইইউ তে নবীন বরন”

Zero News
June 28, 2022 11:19 am
Link Copied!

তাবাস্সুম ঈশা, ক্যাম্পাস প্রতিনিধিঃ

শুক্রবার  (২৪ জুন) সকাল ১০.০০ ঘটিকায় ডিআইইউ’র স্থায়ী ক্যাম্পাসে সাঁতারকুল ইংরেজি  বিভাগের ৫৩তম ব্যাচের ও সমাজবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইইউর উপ-উপাচার্য গণেশ চন্দ্র শাহা।

তিনি বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায়ও বলীয়ান হতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন ইংরেজি  বিভাগের চেয়ারম্যান এস জুবায়ের আল আহমেদ সমাপনী বক্তব্যে তিনি বলেন, শুধুমাত্র ভালোছাত্র হলেই ভালো মানুষ হওয়া যায় না,মানুষ হতে হলে হতে হবে মনুষ্যত্বের অধিকারী,সৎ,বিনয়ী । তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক এটাই সদা-সর্বদা কাম্য।

ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর শাহ-আলম চৌধুরী হিমু সহ ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী। ক্যাম্পাসে প্রথমদিনেও এমন প্রাণবন্ত পরিবেশ ও আন্তরিকতা পেয়ে প্রতিটি নবীন শিক্ষার্থীকে খুবই উচ্ছ্বসিত দেখা গিয়েছে।