ঢাকাWednesday , 31 August 2022

বাংলাদেশকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে আফগানদের জয়জয়কার

Zero News
August 31, 2022 4:46 pm
Link Copied!

টি-টোয়েন্টিতে উড়ন্ত ফর্মে আছে আফগানিস্তান ক্রিকেট টিম। সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে রশিদ খান, মোহাম্মদ নবিরা। এরমধ্যে এশিয়া কাপের সর্বশেষ দুই ম্যাচে শ্রীলঙ্কার পর বাংলাদেশকে হারানোর ঘটনা রয়েছে। এই ফরম্যাটের ক্রিকেটে দলটির ক্রিকেটাররাও আছেন দুর্দান্ত ফর্মে।

বাংলাদেশকে হারানোর পর আফগান ক্রিকেটারদের দুর্দান্ত ফর্মের চিত্র ফুটে উঠেছে সর্বশেষ প্রকাশিত আন্তর্জাতিক টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়েও। বল হাতে শীর্ষে দশে উঠে এসেছেন দলটির রশিদ এবং মুজিব উর রহমান। এরমধ্যে রশিদ তো রীতিমতো উঠেছেন শীর্ষ তিনে।

এছাড়াও বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দলটির ফাস্ট বোলার ফজল হক ফারুকী এবং নাভিন উল হকও। কেবল বোলারদের র‍্যাঙ্কিং নয় ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও উন্নতির দারুণ ছাপ রেখেছে আফগান ব্যাটসম্যানরা। এগিয়েছেন দলটির দুই ওপেনারই। এছাড়াও এগিয়েছেন বাংলাদেশকে উড়িয়ে দেওয়া নাজিবউল্লাহ জাদরানও। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে দলটির অধিনায়ক মোহাম্মদ নবি।

বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট তুলে নেওয়া রশিদ ৭০৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন তিনে। তার সামনে ৭১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন তাবরেইজ শামসি। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জস হ্যাজলউড।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ১১ রানে ৩ উইকেট নেওয়া মুজিব ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন নবম স্থানে। এদিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া ফজল হক ফারুকি ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। আরেক আফগান পেসার নাভিন উল হক ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৫তম স্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এশিয়া কাপের দুই ইনিংসে ২৩ এবং ৩৭ রান করে তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। আরেক আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৫ ধাপ এগিয়ে উঠে এসেছে ২৯তম অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে ১৭ বলে ৬ ছয় এবং ১ চারে ৪৩ রান করে জয় ছিনিয়ে নেওয়া নাজিবউল্লাহ ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম অবস্থানে।