ঢাকাMonday , 19 September 2022

কোয়ারেন্টিন বাস উল্টে ২৭ করোনা রোগী নিহত

Zero News
September 19, 2022 3:44 pm
Link Copied!

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাসা থেকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি উল্টে ২৭ করোনা রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

দুর্ঘটনায় ২৭ করোনা রোগী নিহত হওয়ার ঘটনায় ওই অঞ্চলে তোলপাড় তৈরি হয়েছে। কারণ গত তিন বছরে করোনায় আক্রান্ত হয়ে প্রদেশটিতে মারা গেছেন মাত্র দুজন। দুর্ঘটনার পর অনলাইনে ক্ষোভ দেখায় চীনের নাগরিকরা। অনেকেই বেইজিংয়ের ‘জিরো-কোভিড’ পলিসির কড়া সমালোচনা করেন।

এই পলিসির আওতায় যারা করোনা পজিটিভ এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িতে বা কোয়ারেন্টিন সেন্টারে আলাদা রাখা হয়। পাশাপাশি অল্প কিছু মানুষ আক্রান্ত হলেই পুরো একটি শহর লকডাউন করে দেয় চীনা কর্তৃপক্ষ।