ঢাকাWednesday , 9 November 2022

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯৬

Zero News
November 9, 2022 5:25 pm
Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯৬ জন।

বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার ৪৫৯ জন ও ঢাকার বাইরে ৩৩৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৬৭ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।