ঢাকাThursday , 24 November 2022

ঐতিহাসিক জয়ের দিনেও অনন্য নজির গড়ল জাপানিরা

Zero News
November 24, 2022 11:33 am
Link Copied!

কাতার বিশ্বকাপ মঞ্চে দ্বিতীয় অঘটন ঘটিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে জাপান। এমন অকল্পনীয় অঘটন জন্মের পর আরও এক ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছেন জাপানের সমর্থকরা।

বুধবার (২৩ নভেম্বর) কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে জয়ের পরও জাপানিরা নিজেদের স্বভাবসুলভ আচরণ ভোলেননি।

এদিন গ্যালারিতে থাকা জাপানি সমর্থকরা আবারও ব্যতিক্রমী এ উদ্যোগের জন্য প্রশংসা পাচ্ছেন। কারণ, জয় উদযাপন শেষে ও ফুটবলপ্রেমীদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন তারা।

জাপানি সমর্থকদের ময়লা-আবর্জনা পরিষ্কার করার কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এমন কর্মকাণ্ডের পর থেকে নেটিজেনদের সুনাম কুড়াচ্ছেন জাপানিরা। নেটিজেনরা তাদের ‘নিখুঁত অতিথি’ হিসেবেও অভিহিত করছেন।

ছবিতে দেখা গেছে, খেলা শেষ হওয়ার পর অধিকাংশ সমর্থক মাঠ ছেড়ে চলে গেছেন। এরমধ্যে বেশ কিছু জাপানি সমর্থক গ্যালারিতে পড়ে থাকা চিপসের প্যাকেট, পলিথিন ও পানির বোতলসহ নানান ধরনের উচ্ছিষ্ট সরাচ্ছেন।

এদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও গ্যালারির আনাচে-কানাচে পড়ে থাকা ময়লা পরিষ্কার করতে দেখা গেছে। সে সময় ওমার আল ফারুক নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে তিনি এক জাপানি সমর্থকের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে ওই সমর্থক জানান, ময়লা-আবর্জনা, আমরা রেখে চলে যেতে পারি না। আমরা এ জায়গাটাকে সম্মান করি।