ঢাকাTuesday , 13 December 2022

রাজধানীতে চালু হচ্ছে নগর পরিবহনের নতুন ২ রুট

Zero News
December 13, 2022 5:05 pm
Link Copied!

রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় চালু হচ্ছে আরও দুটি নতুন রুট। ২০২৩ সালের এপ্রিল থেকে নতুন রুট দুটি চালু হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, পূর্বঘোষিত রুট হিসেবে ২৩ নম্বর আগামী ৩১ জানুয়ারি থেকে ১০০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু করবে। ২৩ নম্বর রুটটি হবে ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শ্যামলী, দৈনিক বাংলা হয়ে কাঁচপুর পর্যন্ত। আর ২৪ নম্বর রুট হবে ঘাটারচর মিরপুর ১০ থেকে কালশী হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত। এছাড়া ২৫ নম্বর রুট ঘাটারচর থেকে মহাখালী হয়ে যাবে আবদুল্লাহপুর পর্যন্ত।

বাস রুট রেশনালাইজেশ কমিটির ২৫তম বৈঠকে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।