ঢাকাThursday , 15 December 2022

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Zero News
December 15, 2022 11:38 am
Link Copied!

সাইফুল ইসলাম মানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে ।

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। তাই প্রতিবছর দেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।

তারই ধারাবাহিকতায় দিবসটি স্মরণীয় করে রাখতে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

বুধবার (১৪ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে নীলফামারী সরকারী কলেজ বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

পর্যায়ক্রমে জেলা পুলিশ, জেলা পরিষদ, সরকারী-আধাসরকারী প্রতিষ্ঠান, শিক্ষক, জেলা রিপোর্টার্স ইউনিটি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারসহ অনেকে।