ঢাকাSaturday , 11 May 2024

আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ বিকেলে

Zero News
May 11, 2024 11:34 am
Link Copied!

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আজ।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুর আড়ংয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় সেতুমন্ত্রী এই ঘোষণা দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেকে বলে আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি, আসলে আমরা কোনো সমাবেশ করছি না। আজকে আমরা এখানে যৌথসভা করছি। শনিবার আমাদের মন্ত্রিসভার সদস্য দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকায় আমরা একটি শান্তি ও উন্নয়ন সমাবেশ করব। সেখানে আজকের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

এর আগে, বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফ।

১৮ শর্তে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।