ঢাকাMonday , 27 May 2024

দুই ঘণ্টা বন্ধ থাকার পর পূর্ণাঙ্গ রুটে মেট্রোরেল চলাচল শুরু

Zero News
May 27, 2024 8:14 pm
Link Copied!

দুই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল পূর্ণাঙ্গ রুটে মেট্রোরেল চলাচল ফের শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সিগন্যাল ব্যবস্থার দুর্বলতার কারণে সোমবার (২৭ মে) বিকেল ৫টার দিকে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ সমস্যার সমাধান হলেও উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সচল থাকে লাইন। কারণ, এরই মধ্যে ঝড়ের কারণে শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের ওপর গাছের ডাল এবং মতিঝিল স্টেশন সংলগ্ন এলাকায় সোলার প্যানেল ভেঙে পড়ে। পরে দ্রুতই এ সমস্যারও সমাধান হলে সন্ধ্যা ৭টা থেকে উত্তরা-মতিঝিল পূর্ণাঙ্গ রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এরও আগে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে সকালে উত্তরা উত্তর থেকে মতিঝিলের মধ্যে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দেড় ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।