ঢাকাWednesday , 5 June 2024

নোয়াখালী কবিরহাট উপজেলা’র হক মার্কেটের সীমু গার্মেন্টস এর মালিক ইমরান হোসেন রিসাদ প্রায় ১ কোটি টাকা ঋণ নিয়ে উধাও

Zero News
June 5, 2024 11:17 am
Link Copied!

মো: ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদের ইমাম ইমরান হোসেন রিশাদ প্রায় ১ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হক মার্কেটের সীমু গার্মেন্টস এর মালিক ইমরান হোসেন রিসাদ ব্যবসার খাতিরে বিভিন্ন এনজিও এবং মানুষের কাছে থেকে ধার ও সুদের উপর প্রায় ১ কোটি টাকা নেন তিনি। হঠাৎ সোমবার (২৭ মে) রাতে তিনি উধাও হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।

এই বিষয়ে একাধিক ভুক্তভোগী বলেন ইমরান একজন ইমাম (হুজুর) মানুষ, তাকে আমরা বিশ্বাস করে টাকা দিয়েছি সে যে টাকা নিয়ে চলে যাবে আমরা তা ভাবতেও পারিনি।

ভুক্তভোগীরা আরও বলেন ইমরান পালিয়ে যাওয়ার পর টাকার জন্য আমরা ইমরানের বাবার কাছে গেলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।

এই বিষয় ইমরানের মা বলেন, আমার ছেলে ব্যবসায় লস খেয়েছে তাছাড়া সুদের উপর যেসব টাকা নিয়েছে তাদের টাকা না দিতে পেরে লজ্জায় নিখোঁজ হয়েছে। কোথায় আছে কেমন আছে বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমরা জানি না বলে জানান তিনি।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাইন কবির বলেন, ইমামের বিরুদ্ধে প্রতারণার বিষয়ে থানায় কোন প্রকার অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।